আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫-১১-২০২৪ খ্রি: হতে ১০-১২-২০২৪ খ্রি:) ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে “জয়িতা অণ্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় নিম্নোক্ত ০৫টি ক্যাটাগরিতে জয়িতা নির্বাচনের লক্ষ্যে যে সকল নারী সমাজের নানা প্রতিকূলতা অতিক্রম করে সফল হয়েছেন। তাদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অগ্রহী প্রার্থীগণকে আগামী ০৫-১১-২০২৪ খ্রি: তারিখের মধ্যে মহিলা বিষয়ক অধিধপ্তর, মেহেরপুর হতে ফরম সংগ্রহ পূর্বক যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ফরমের সাথে যা জমা প্রদান করতে হবে......
# সংশ্লিষ্ট কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন।
# ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
# সফলতার কাহিনী (সাকসেস স্টোরি)
# মোবাইল নম্বর।
* ক্যাটাকরিসমূহ:-
০১) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জণকারী নারী।
০২) শিক্ষ ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জণকারী নারী।
০৩) সফল জননী নারী।
০৪) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।
০৫) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীরন শুরু করেছেন যে নারী।