মহিলা বিষয়ক অধিদপ্তর, মেহেরপুর এ ২০২৪-২০২৫ অর্থ বছরে ৩য় ব্যাচে জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় ১) কম্পিউটার অফিস অ্যাপলিকেশন, ২) ড্রেস মেকিং এন্ড টেইলরিং, ৩) ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন, ৪) সার্টিফিকেট ইন বিউটিফিকেশন ও ৫) সূচি শিল্প: হ্যান্ড এমব্রয়ডারী এন্ড কারচুপী ওয়ার্কস ট্রেড এ নতুন প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে ১২/১২/২০২৪ খ্রি: হতে ফরম বিতরণ করা হবে। এবং আগামী ১৯/১২/২০২৪ খ্রি: এর মধ্যে ফরম জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো। আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বি: দ্র: - শুধুমাত্র কম্পিউটার অফিস অ্যপলিকেশন ট্রেডের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এইচ,এস,সি পাশ হতে হবে। অন্য ট্রেডগুলোতে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ।