উপপরিচালক এর কার্যালয়
মহিলা বিষয়ক অধিদপ্তর
মেহেরপুর।
সিটিজেন চার্টার (Citizen Charter)
ক্রঃ নং |
সেবার বিবরণ |
সেবা প্রদানের সময় |
সেবা প্রদান পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র |
সেবা প্রদানের স্থান/দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা |
০1 |
ভিইজডি কর্মসূচী সদর উপজেলা
|
বরাদ্দ প্রাপ্তি ও নীতিমালা মোতাবেক |
ইউনিয়ন কমিটি হতে তালিকা প্রাপ্তির পর ভাতাভোগী নির্বাচন। |
উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর ০৭৯১-৬২৫৪৭ dwameherpur@gmail.com |
০2 |
মা ও শিশু সহায়তা কর্মসুচী সদর উপজেলা |
বরাদ্দ প্রাপ্তি ও নীতিমালা মোতাবেক |
ইউনিয়ন কমিটি হতে তালিকা প্রাপ্তির পর ভাতাভোগী নির্বাচন |
উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর ০৭৯১-৬২৫৪৭ dwameherpur@gmail.com |
০৩ |
মা ও শিশু সহায়তা ভাতা (ইউনিয়ন পর্যায়ে) |
মেয়াদকাল ৩ বছর |
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- (আটশত) টাকা হারে ৩ বছর ভাতা প্রদান করা হয়। ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড/, নাগরিক সনদপত্র, এএনসি কার্ড, আলট্রাসনোগ্রাফী রিপোর্ট প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদনের কপি উপপরিচালকের কার্যালয়ে জমা প্রদান করতে হবে। |
স্ব-স্ব ইউনিয়ন পরিষদ
|
০৪ |
মা ও শিশু সহায়তা কর্মসূচী (পৌরসভা) |
মেয়াদকাল ৩ বছর |
মেহেরপুর পৌরসভায় বসবাসকারী দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- (আটশত) টাকা হারে ৩ বছর ভাতা প্রদান করা হয়। ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড/, নাগরিক সনদপত্র, এএনসি কার্ড, আলট্রাসনোগ্রাফী রিপোর্ট প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদনের কপি উপপরিচালকের কার্যালয়ে জমা প্রদান করতে হবে। |
পৌরসভা ও উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর ০৭৯১-৬২৫৪৭ dwameherpur@gmail.com |
০৫ |
ক্ষুদ্র ঋণ কার্যক্রম |
২/৩ মাসের মধ্যে ঋণ প্রদান করা হয় এবং ২ মাস পর ঋণ আদায় শুরু হয়। |
ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ আসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। সোনারী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা এবং অগ্রনী ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। |
উপজেলা নির্বাহী অফিসার, উপপরিচালক/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
০৬ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা |
---- |
মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে। |
উপপরিচালক/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
০৭ |
বিভিন্ন কমিটির সভায় অংশগ্রহণ করা |
----- |
জেলা উন্নয়ন কমিটির সভা, জেলা আইন শৃংক্ষলা কমিটির সভাসহ অন্যান্য কমিটি |
উপপরিচালক/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৮ |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি |
প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ১টি আবেদন ফরম জমার ১ মাসের মধ্যে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। সমস্যা থাকলে চিঠির মাধ্যমে জানানো হয়। |
উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠিকে সম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা হয়। জেলা/উপজেলা কার্যালয়ে নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন কতে হয়। সমিতি রেজিঃ ফি বাবদ সোনালী ব্যাংকে ২০০০/- (দুই হাজার) টাকা এবং প্রতি বছর নবায়ন ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা চালানের মাধ্যমে জমা প্রদান করতে হয়। |
উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর ০৭৯১-৬২৫৪৭ dwameherpur@gmail.com |
০৯ |
বাংলাদেশ মহিলা কল্যাণ পষিদ (বামকপ) |
|
|
উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস