Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপপরিচালক এর কার্যালয়

মহিলা বিষয়ক অধিদপ্তর

মেহেরপুর।

 

সিটিজেন চার্টার (Citizen Charter)

ক্রঃ নং

সেবার বিবরণ

সেবা প্রদানের সময়

সেবা প্রদান পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র

সেবা প্রদানের স্থান/দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা

০1

ভিইজডি কর্মসূচী সদর উপজেলা

 

বরাদ্দ প্রাপ্তি ও নীতিমালা মোতাবেক

ইউনিয়ন কমিটি হতে তালিকা প্রাপ্তির পর ভাতাভোগী নির্বাচন।

উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর

০৭৯১-৬২৫৪৭

dwameherpur@gmail.com

০2

মা ও শিশু সহায়তা কর্মসুচী সদর উপজেলা

বরাদ্দ প্রাপ্তি ও নীতিমালা মোতাবেক

ইউনিয়ন কমিটি হতে তালিকা প্রাপ্তির পর ভাতাভোগী নির্বাচন

উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর

০৭৯১-৬২৫৪৭

dwameherpur@gmail.com

০৩

মা ও শিশু সহায়তা ভাতা (ইউনিয়ন পর্যায়ে)

মেয়াদকাল ৩ বছর

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- (আটশত) টাকা হারে ৩ বছর ভাতা প্রদান করা হয়। ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড/, নাগরিক সনদপত্র, এএনসি কার্ড, আলট্রাসনোগ্রাফী রিপোর্ট  প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদনের কপি উপপরিচালকের কার্যালয়ে জমা প্রদান করতে হবে।

স্ব-স্ব ইউনিয়ন পরিষদ

০৪

মা ও শিশু সহায়তা কর্মসূচী (পৌরসভা)

মেয়াদকাল ৩ বছর

মেহেরপুর পৌরসভায় বসবাসকারী দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- (আটশত) টাকা হারে ৩ বছর ভাতা প্রদান করা হয়। ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড/, নাগরিক সনদপত্র, এএনসি কার্ড, আলট্রাসনোগ্রাফী রিপোর্ট  প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদনের কপি উপপরিচালকের কার্যালয়ে জমা প্রদান করতে হবে।

পৌরসভা ও উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর

০৭৯১-৬২৫৪৭

dwameherpur@gmail.com

০৫

ক্ষুদ্র ঋণ কার্যক্রম

২/৩ মাসের মধ্যে ঋণ প্রদান করা হয় এবং ২ মাস পর ঋণ আদায় শুরু হয়।

ক্ষুদ্র ‍ঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ আসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। সোনারী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা এবং অগ্রনী ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার, উপপরিচালক/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৬

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

----

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে।

উপপরিচালক/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৭

বিভিন্ন কমিটির সভায় অংশগ্রহণ করা

-----

জেলা উন্নয়ন কমিটির সভা, জেলা আইন শৃংক্ষলা কমিটির সভাসহ অন্যান্য কমিটি

উপপরিচালক/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ১টি আবেদন ফরম জমার ১ মাসের মধ্যে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। সমস্যা থাকলে চিঠির মাধ্যমে জানানো হয়।

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠিকে সম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা হয়। জেলা/উপজেলা কার্যালয়ে নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন কতে হয়। সমিতি রেজিঃ ফি বাবদ সোনালী ব্যাংকে ২০০০/- (দুই হাজার) টাকা এবং প্রতি বছর নবায়ন ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা চালানের মাধ্যমে জমা প্রদান করতে হয়।

উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর

০৭৯১-৬২৫৪৭

dwameherpur@gmail.com

০৯

বাংলাদেশ মহিলা কল্যাণ পষিদ (বামকপ)

 

 

উপপরিচালক এর কার্যালয়, মবিঅ, মেহেরপুর

বাসা-বাড়ীর অঙ্গিনা পরিষ্কার-পরিছন্ন রাখুন, ডেঙ্গু এডিস মশা হতে নিরাপদে থাকুন। উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, মেহেরপুর।