Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
স্বাধীন  বাংলাদেশের  অভ্যূদয়ের  পরপরই  তৎকালীন  সামাজিক  প্রেক্ষাপটে  সামাজিক  সুবিধা  বঞ্চিত  নারীদের  পূর্নবাসন  ও  আর্থ  সামাজিক  উন্নয়নের  লক্ষ্যে  ১৯৭২  সনে   নারী পূর্নবাসন  বোর্ড  গঠন  করা  হয়। বোর্ড  বিভিন্ন  পর্যায় অতিক্রম  করে  নারী  উন্নয়নে নতুন  কর্মসূচী  গ্রহনের  মাধ্যমে  ১৯৯০  সনে মহিলা বিষয়ক অধিদপ্তরে  উন্নীত  হয়। দক্ষতা গতিশীলতা  ও  দ্রুততার  সাথে  যথাযথভাবে  নাগরিকদের  সেবা প্রদান,  দেশের  আর্থ- সামাজিক   উন্নয়নের  সরকারী  প্রচেষ্টায়  জনগনকে সহযোগিতা  ও  সম্পৃক্তকরন   ও  নারীকে  উন্নয়নের  মুল   ধারায়  সম্পৃক্ত  করার  লক্ষ্যে  মহিলা  বিষয়ক অধিদপ্তরের  জেলা ও উপজেলার  কর্ম- পরিকল্পনা  গ্রহন  করা হয়।

             মহিলা  ও   শিশু  বিষয়ক  মন্ত্রনালয়  নেতৃত্বদারকারী   মন্ত্রনালয়  হিসাবে   নারী  উন্নয়ণ  কর্মসূচী  বাস্তবায়নের  লক্ষ্যে   গৃহীত  পদক্ষেপ   সমূহের   তদারকীর  দ্বায়িত্ব  পালন,  নারী  উন্নয়ন  বিষয়ক  নীতি  নির্ধারন,  নারীকে   উন্নয়নের  মূল  ধারায়  সম্পৃক্তকরন    ও  উন্নয়ণ  কার্যক্রমসমূহকে   যুগোপযোগী  করে  বাস্তবায়নের  পদক্ষেপ  গ্রহন।

এক নজরে কর্মসূচিসমূহঃ

১.  জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন;

২. সকল ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিতকরণ;

৩. নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতামূলক

    আচরণ প্রতিরোধকরণ;

৪. ভিজিডি কর্মসূচি বাস্তবায়ন;

৫. দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন;

৬. ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়ন;

৭. নারী  অধিকার রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ;

৬. নারীর কর্মসংস্থানের সুযোগ সৃস্টির লক্ষে ক্ষুদ্রঋণ প্রদান;

৭. নারী উন্নয়ন সংক্রান্ত জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয় ও পরিবীক্ষণ;

৮. বিভিন্ন দিবস উদযাপন যেমন-আন্তর্জাতিক নারী দিবস, বাল্যবিবাহ প্রতিরোধ,কন্যা শিশু

    দিবস,বেগম রোকেয়া দিবস ইত্যাদি;

৯.  বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরীকরণ;

১০. স্বেচ্ছাসেবী মহিলা সংস্থাসমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ;

১১. কিশোর-কিশোরীদের সঠিক পরিচর্চার মাধ্যমে বিকাশ সাধন;

             ১৩. ডে কেয়ার সেন্টার

শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা